নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে ভ্যান চালককে উপর্যপুরি ছুরিকাঘাত করে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত ভ্যান চালক জালালের ছেলে মানিক বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে চারঘাট থানায় এ হত্যা মামলা দায়ের করেন।
এ তথ্য নিশ্চিত করে চারঘাট থানার ওসি সুমিত কুমার কুন্ডু বলেন, পরিকল্পিতভাবে এ হত্যাকাÐ হতে পারে। বিষয়টি তদন্ত করা হয়েছে। অজ্ঞাতনামাদের আসামী করে থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, শুক্রবার রাত ৭টার দিকে গত শুক্রবার (৯ অক্টোবর) রাত সাতটার দিকে চারঘাট উপজেলার পশ্চিম বালিয়াডাঙ্গা তিন সতীনের মোড় এলাকায় ওই ভ্যান চালককে কুপিয়ে হত্যা করা হয়। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামের জাবেদ আলীর ছেলে জালাল উদ্দিন (৫৫)।
আর/এস