চারঘাট প্রতিনিধি:
“জমি আছে ঘর নেই” প্রকল্পের আওতায় চারঘাটে ভুমিহীনদের মাঝে ঘর বিতরণ করা হয়। গতকাল শনিবার সকালে উপজেলার জায়েদা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি প্রধান অতিথি হিসোবে উপস্থিত থেকে ৪৮টি পরিবারের মাঝে ঘর বিতরণ করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে চৌমহনী জায়েদা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক ফকরুল
ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী হায়দার, ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতন, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক নাজমূল আলম,ইউনিয়ন আওয়ামীলীগের সাধাররন সম্পাদক শাহনেওয়াজ সরকার সুজন প্রমূখ। শনিবার বিকেলে চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামীলীগের আয়োজিত জেলা হত্যা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।