রাজশাহীর চারঘাট উপজেলায় একটি বিদেশি পিস্তলসহ আলমগীর হোসেন (২৮) নামের অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের(সিপিএসসি) একটি দল অভিযান পরিচালনা করেন। ২৯ অক্টোবর (শুক্রবার) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার শলুয়ার মালেকার মোড় এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ আটক করা হয়। আটককৃত আলমগীর হোসেন দুর্গাপুর থানাধিন পশ্চিম সিংগা গ্রামের মেহের মন্ডলের ছেলে।
এসময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন,দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃত অস্ত্র ব্যবসায়ী আলমগীরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।