চারঘাট প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে বজ্রপাতে আসলাম আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত ও তার নাতি সালাউদ্দিন (১০) আহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার পরানপুর বামনীদহ গ্রামের মৃত- ওয়াজ আলীর ছেলে। গতকাল শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারকে শান্তনা দেন এবং ২০ হাজার টাকা আর্থিক ভাবে সহযোগীতা করেন। আহত শিশুটি প্রাথমিকভাবে চিকিৎসা নিয়ে বাড়ি যান। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের দিকে নিহত আসলাম আলী বাড়ির পাশে একটি খেজুর গাছে উঠে শুকনা ডালপালা কাটছিলেন। এ সময়
হঠাৎ করে বজ্রপাত হলে তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার নাতিও আহত হয়। এ ঘটনায় ওই পরিবারে নেমে আশে শোকের ছায়া। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক তাৎক্ষনিক সময়ে নিহতের পরিবারের নিকট ছুটে যান এবং আর্থিক ভাবে সহযোগীতা করেন। উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম শামীম আহম্মেদ, চারঘাট ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হক, সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল হোসেন ফজলসহ ইউপি সদস্যবৃন্দ।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।