রাজশাহীর চারঘাটে পুকুরে ডুবে রোহান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার শলুয়া ইউনিয়নের বাহমনদিঘির সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মোজাফ্ফরের ছেলে।
নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, নিজ বাড়ি থেকে বের হয়ে খেলতে খেলতে শিশু রোহান পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির করে না
পেয়ে কয়েক ঘন্টা পরে শিশু রোহানের লাশ পুকুরের পানিতে ভেসে উঠে। পরে পরিবারের লোকজন লাশটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
এস/আর