রাজশাহীর চারঘাটে পুলিশের অভিযান চালিয়ে ১০ বছর পর পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী বদিউজ্জামান বদিকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২ জুলাই) সকালে অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক তদন্ত মোয়াজ্জেম হোসেন দিক নিদের্শনায় এসআই ফারুক, এসআই সিফাত ও সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার উপজেলার সরদহ ইউনিয়নের আস্কোরপুর নিজ বসতভিটা সংলগ্ন থেকে গ্রেফতার করে পুলিশ। ঐ দিনই উপজেলার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী মুসফিকুল রহমান মিমকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত হলেন উপজেলার সরদহ ইউনিয়নের আস্কোরপুর গ্রামের মৃত সাত্তার এর ছেলে বদিউজ্জামান বদি (৩৫) ও ইউসুফপুর সিপাই পাড়া গ্রামের কামরুজ্জামান ছেলে মিম (২৩) কে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সে পলাতক ও ৬টি ওয়ারেন্টভুক্ত আসামী বদিউজ্জামান বদিকে আটক করা হয়। বিশেষ ক্ষমতা আইনে মামলার আসামীকে গ্রেফতার করে সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান।
বিএ/