রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার (১৮ মে) দুপুরে উপজেলার পদ্মা নদীর বড়াল মুখ সংলগ্ন স্থানে বন্ধদের নিয়ে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যান। উপজেলার থানাপাড়া গ্রামের রানার বড় ছেলে কলেজ পড়ুয়া ছাত্র সীমান্ত (১৮) বলে জানা যায়। পরে সীমান্ত’র বন্ধুরা তার পরিবারকে খবর দিলে পরিবারের লোকজন থানা পুলিশকে অবহিত করে পদ্মা নদীতে খোঁজাখুজি শুরু করে।
আজ বুধবার সকালে থানা পুলিশ, ফায়ার স্টেশন, নৌপুলিশ ও বিজিবির সদস্যদের তৎপরতায় নদীতে অভিযান চালায়। আনুমানিক সাড়ে ৯ টার দিকে পদ্মা নদীর মাছ ধরা জালে আটকানো নিহত সীমান্তর লাশটি স্থানীয় জনসাধারনের সহায়তায় ফায়ার সার্ভিস ও থানা পুলিশ উদ্ধার করে। নিহত’র বাবা রানা বলেন পদ্মায় গোসলের নাম করে আমার ছেলে আনুমানিক ১২ ঘটিকায় বাড়ি থেকে বেড়িয়ে যায়, আর ফিরে আসেনি।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, লাশটি উদ্ধার করে নৌপুলিশ ফাড়ির মাধ্যমে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস/আর