রাজশাহীর চারঘাটে অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে। রবিবার সকালে উপজেলার বড়াল নদীর স্লুইসগেট এ আটকে থাকা অজ্ঞাত যুবকের গলিত লাশটি উদ্ধার করে নৌ পুলিশ ফাড়ি। নৌপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত এই লাশটি পদ্মা নদী থেকে ভেসে এসে স্লুইসগেটে আটকে যায়। পরে স্থানীয়দের সহায়তায় নৌপুলিশ অজ্ঞাত লাশটি উদ্ধার করে রামেক হাসপাতালে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নৌপুলিশ ফাড়ি ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, অজ্ঞাত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এস/আর