ঢাকাসোমবার , ১১ ফেব্রুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

চারঘাটে দু’পক্ষের গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত, ওসিসহ আহত ৪

R khan
ফেব্রুয়ারি ১১, ২০১৯ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে ফজলুল হক উরফে ফজলু (৪৮) নামের এক মাদক ব্যবসায়ী নিহত ও চারঘাট থানার ওসিসহ চারজন আহত হয়েছেন। নিহত মাদক ব্যবসায়ী রাজশাহীর চারঘাট উপজেলার রাওথা গ্রামের ওয়াব মুন্সীর ছেলে। রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার রাওথা এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানোনো হয়েছে।পুলিশ জানায়, রোববার দিবাগত রাত পৌনে

২টার দিকে চারঘাট থানাধীন রাওথা ঘোষ পাড়া আক্কাশের আম বাগানে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে মাদক ব্যবসায়ীদের উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ১০ রাউন্ড শটগানের গুলি বর্ষণ করে। মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর আক্রমন চালায়। এতে চারঘাট থানার ওসিসহ ৪ জন পুলিশ সদস্য আহত হয়। পুলিশ ঘটনাস্থল হতে তালিকা ভুক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী ফজলুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত

ঘোষণা করেন। এছাড়াও পুলিশ ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগজিন, ১ রাউন্ড তাজা গুলি ও ৫৫ বোতল ভারতীয় তৈরি ফেনসিডিল উদ্ধার করে। মৃত ফজলুল হকের বিরুদ্ধে মাদক সংক্রান্ত ১০টি মামলা রয়েছে। ঘটনা বিষয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ৩টি মামলা রুজু করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

খবর ২৪ ঘণ্টা/আর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।