নিজস্ব প্রতিবেদক : ভুয়া গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে অপহরন,মারপিট ও চাঁদাবাজির অভিযোগে কথিত দুইসাংবাদিককে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
রোববার বিকেলে চারঘাট উপজেলার ইউসুফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার মোন্নাফের মোড়ের বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে মামুনুর রশিদ ও বাঘা উপজেলার হরিনা গ্রামের জিন্নাত আলীর ছেলে মাসুদ রানা।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, রোববার বিকেলে থানায় খবর আসে ইউসুফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে ডিবি পুলিশের পরিচয় দিয়ে
এক ব্যক্তিকে আটক করে মারপিট করছে। কোন লোকজন তাদের কাছে যেতে পারছে না। এমন সংবাদ পেয়ে চারঘাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোয়েন্দা পুলিশ পরিচয় দেয়া ব্যাক্তিদের সাথে কথা বললে তারা নিজেদের সাংবাদিক ও মানবধিকার কর্মী বলে পরিচয় দেয়। এ সময় ভুয়া গোয়েন্দা পরিচয় দিয়ে অপহরন, চাদাবাজি ও মারপিটের অভিযোগে তাদের আটক করা হয়। আটককৃত দুইজনসহ পাচঁজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৩ জনসহ মোট আটজনকে আসামী করে চারঘাট মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
ওসি আরো বলেন, স্থানীয় গ্রামবাসীর নিকট থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, আটককৃতরা মাঝে মধ্যেই চারঘাটের বিভিন্ন এলাকায় গিয়ে ভুয়া গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে মোটরসাইকেল চেকিংসহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ড চালিয়ে আসছিল। তারই প্রেক্ষিতে রোববার একই কায়দায় টাকা আদায়ের এমন কৌশল অবলম্বন করলে লোকজন বুঝতে পেরে পুলিশকে খবর দিলে তাদের আটক করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে