চারঘাট প্রতিনিধি: চারঘাটে ডাকাতি করার প্রস্তুতিকালে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সদস্য মাসুম আলীকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। আটক ডাকাত উপজেলার শলুয়া ইউনিয়নের বথুয়া গ্রামের মেছের উদ্দিনের ছেলে মাসুম আলী ওরফে হেবল (২৭)। থানা সূত্রে জানা গেছে, গত রোববার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই অর্পূব কুমার ঘোষ’র নের্তৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পূর্বে থেকে ওৎ পেতে থাকে। রাত আড়াইটার দিকে উপজেলার পাটিয়াকান্দি গ্রামে ডাকাতি করার প্রস্তুতিকালে মাসুমকে গ্রেফতার করে পুলিশ। পরে তার শরীর তল্লাশি করে কোমরে রাখা একটি ৭.৬৫ পিস্তল উদ্ধার করা হয়। তার দেয়া তথ্যমতে খেজুর গাছের নীচে রাখা দেশীয় হাসুয়া, দড়ি, চাইনিজ কুড়াল উদ্ধার করে এবং পুলিশের উপস্থিতির টের পেয়ে
অন্য সদস্যরা পালিয়ে যায়। চারঘাট,পুঠিয়া,আরএমপি,বোয়ালিয়সহ মাসুমের নামে বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকাত মামলা রয়েছে বলে জানান ওসি সুমিত কুমার কুন্ডু। পরে আটককৃত আসামী মাসুমকে সোমবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চারঘাট মডেল থানার অফিসার ইনর্জাচ সমিত কুমার কুন্ডু আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, চারঘাট মাদকমুক্ত করতে ও আইন শৃংখলা পরিস্থিতি এবং জনগনের নিরাপত্তা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে পৃথক পৃথকভাবে দুটি মামলা ডাকাতী প্রস্ততির অপরাধে ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান।
এমকে