রাজশাহীর চারঘাটে ট্রাক চাপায় মখলেছুর রহমান (৪০) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে ও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার বাঁকরা উত্তরপাড়া গ্রামের আসতুল রহমানের ছেলে। আজ ৮ মে শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, শনিবার সকাল প্রায় ৯ টার দিকে সাইকেল আরোহী মখলেছুর
রহামান নিজ বাড়ি থেকে সাইকেল যোগে বাঁকরা বাজারে যাচ্ছিলেন। পথে তিনি ক্ষমতার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-৮১৮৭) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে চারঘাট মডেল থানার উপ-পরিদর্শক অপূর্ব কুমার ঘোষ ঘটনাস্থলে পৌঁছালে ঘাতক ট্রাক ও ট্রাক চালক হেলালকে আটক করে । এ বিষয়ে চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক ও ট্রাক চালক হেলালকে আটক করে। অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।
এস/আর