২২ দিন মাছ ধরা বন্ধ থাকায় বিশেষ করে এই সময় বেশিরভাগ জেলেরা মানবেতর জীবন যাপন করে ।
তারই অংশ হিসেবে বুধবার(২৬ অক্টোবর) সকালে উপজেলার সরদহ ইউনিয়ন, চারঘাট, ইউসুফপুর ও পৌরসভার চারঘাট পিরোজপুর,গোপালপুর এলাকায় সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজনে ভিজিএফ আওতায় কর্মহীন হয়ে পড়া কার্ডধারী ৫শত ৭০টি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাউল বিতরন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সোহরাব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র একরামুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম শামীম আহম্দে,কাউন্সিলরবৃন্দ ও কার্ডধারী জেলেরা।
উল্লেখ্য, চারঘাটে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তর। চারঘাট পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৫ কেজি মা ইলিশসহ দুইজন জেলেকে আটক করে। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মানজুরা মুশাররফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ, নৌ ফাড়ির ইনচার্জ বেলাল হোসেনসহ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বিএ/