নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে গোপন বৈঠককালে জেএমবির তিন সদস্যকে আটক করেছে র্যাব-৫। ৩১ জুলাই রাত দুইটার দিকে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহী জেলার চারঘাট থানাধীন ডাকরা বাজার এলাকার শুকচান আলী (৬০) এর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। রাষ্ট্রের বিরুদ্ধে গোপন বৈঠকরত অবস্থায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ” (জেএমবি) এর সক্রিয় সদস্যদের আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে চারঘাট থানার ডাকরা গ্রামের মৃত জান মোহাম্মাদের ছেলে শুকচাঁন আলী (৬০), আব্দুর রাজ্জাক @ ফেলু (৪৫) ও শরীফুল ইসলাম (৪২)কে আটক করে। বিতর্কিত উগ্রবাদী বই, লিফলেট এবং ইয়ানাত সংগ্রহের রসিদ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এমকে