রাজশাহীর চারঘাটে জীবিত বীর মুক্তিযাদ্ধাদের স্মার্ট আইডি কার্ড ও সনদপত্র এবং মৃত বীর মুক্তিযাদ্ধাদের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়াজনে উপজেলা সম্মলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহরাব হোসনের সভাপতিত্বে আলাচনা সভায় প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ ফকরুল ইসলাম ।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযাদ্ধা আনোয়ারর হোসেন. উপজেলার সাবেক মুক্তিযাদ্ধা সাবেক কমান্ডার মিজানুর রহমান আলমাস, সোনালী ব্যাংক চারঘাট শাখার ব্যবস্থাপক তহিদুল ইসলাম।
এছাড়া অন্যাদর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বীর মুক্তিযাদ্ধা ইয়াছিনসহ সরকারী কর্মকর্তা ও মত বীর মুক্তিযাদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে ৯০ জন জীবিত বীর মুক্তিযাদ্ধাদের স্মার্ট আইডি কার্ড ও সনদপত্র এবং ১০৬ জন মৃত বীর মুক্তিযাদ্ধাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
বিএ/