”বর্জ্যের পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন” এই প্রতিবাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস অক্টাবর-২০২২ ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে চারঘাটে পৌরসভার আয়োজনে এবং তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামা উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প ইউজিপি-৩ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় একটি বর্নাঢ্য র্যালী ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি চারঘাট পৌরসভার চত্বর থেকে চারঘাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা সম্মলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী রেজাউল করিম, ,হিসাবরক্ষক এ.কে.এম আসাদুজ্জামান (বাচ্চু),ইউজিআইআইপি-৩ মিউনিসিপ্যাল প্রকৌশলী হুমায়ুন কবির, পৌর মহিলা কাউন্সিলর তামিউননেছা, ফিরাজা বেগম, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদ আলী, ১ নং ওয়ার্ড কাউন্সিলর খোদা বক্স, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন ও মাসুদ রানাসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।
বিএ/