প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিবাদ্য বিষয়ক সামনে রেখে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় চারঘাটেও জাতীয় যুব দিবসে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা চত্তর থেকে একটি র্যালী চারঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ হলরুমে যুব সমাবেশ,আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স মাধ্যমে শুভ উদ্ভোধন ও পুরস্কার বিতরন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।স্বাগত বক্তব্যে দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম।
এসময় অন্যাদেও বক্তব্য রাখেন পৌর মেয়র একরামুল হক, উপজেলা সহকারী কমিশনার ভুমি মানজুরা মুশাররফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ মোল্লাহ, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম, চারঘাট ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সফল উপকারভোগী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সফলবোগী ও প্রাতিষ্ঠানিক ৩ জনসহ মোট ২৪ জনকে ১১লক্ষ ৯০ হাজার টাকা ঋণের চেক ও সনদপত্র বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।
বিএ/