রাজশাহীর চারঘাটে চোলাই মদ পান করে মাহাবুর রহমান (৪৫) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করেছে। বুধবার রাত ১১ টার দিকে উপজেলার শ্রীখন্ডী এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসীর বরাত দিয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, শ্রীখন্ড গ্রামের মুনছুর রহমানের ছেলে ভ্যান চালক মাহাবুব রহমান পরিবার পরিজন নিয়ে আবাসন প্রকল্প ২ এ বসবাস
করতেন। গত বুধবার ৭ এপ্রিল রাতে বাইরে থেকে চোলাই মদ পান করে বাড়ীতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় পরিবারের সদস্যরা তাকে রাত ১১টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপানেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এস/আর