নিজস্ব প্রতিবেদক :
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে রোববার পর্যন্ত চারঘাটে মনোনয়নপত্র উত্তোলন করেছেন ১১ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। উপজেলা নিবার্চন কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন উপজেলা আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল ইসলাম। উপজেলা আ”লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট টিপু সুলতান। ভাইস চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোরাম কিবরিয়া বিল্পব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ লনি, যবুলীগ আহমেদ আবু সিনাহ চাঁদ, অসিত কুমার ঘোষ ও
রোকনুজ্জামান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলালীগ সভানেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যান জমেলা বেগম, যুব মহিলালীগের সাধারন সম্পাদক পারভীন আরা, সাবেক ইউপি মহিলা মেম্বার তাজমিরা খাতুন ও শাকিলা খাতুন। এসময় উপস্থিত ছিলেন সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, সারদা আওয়ামীলীগের ইউনিয়ন সাধারন সম্পাদক খলিলুর রহমান, নিমপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার কামাল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ। আজ সোমবার মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন। উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৭ শ ২৫ জন।
খবর ২৪ ঘণ্টা/আর