রাজশাহীর চারঘাটে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, বাঘা উপজেলার মহাজনপাড়া গ্রামের হুজুর আলীর ছেলে জহুরুল ইসলাম (৩০) ও আলাল উদ্দিনের ছেলে শিপন আলী (৩২)।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ২০ মে রাজশাহী জেলার চারঘাট থানাধীন হালিদাগাছি এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর