নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাট উপজেলায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী রাজশাহীর চারঘাট উপজেলার টাঙ্গন পূর্বপাড়া এলাকার মৃত সাইদুরের ছেলে শরীফ আহমেদ (২৫) ও আজাহার আলীর ছেলে আজাদ সরকার (৩৫)।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহীর জেলার চারঘাট থানাধীন টাঙ্গনপূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শরীফ আহমেদ ও আজাদ সরদারকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।