চারঘাট প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর ডিজি অফিস মাধ্যমে রাজস্ব খাতে আনা হবে বলে প্রতিশ্র“তি দেন। তবে এখনও বাস্তবায়িত না হওয়ায় কেন্দ্রীয় কর্মসূচী হিসাবে সারাদেশের ন্যায় কমিউনিটি ক্লিনিক কর্মরত সিএইচসিপিদের চাকুরী জাতীয়করণ দাবি আদায়ের লক্ষে গত শনিবার সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্রেলেক্স সামনে বাংলাদেশ হেলথ কেয়ার প্রোভাইডার সিএইচসিপিদের এ্যাসোসিয়েশন আয়োজনে কর্ম বিরতি পালন করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্রেলেক্স বাংলাদেশ হেলথ কেয়ার সিএইচসিপি এ্যাসোসিয়েশন শাখার সভাপতি নাফিজ ইনতিয়াজ জানান,কর্মরত সিএইচসিপিদের চাকুরী জাতীয়করণ এবং দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি চলবে। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অর্থোপেডিক ডাঃ মতিউল ইসলাম বলেন, স্বাস্থ্য তাদের দাবি বিষয়টি উধর্বতন কর্তৃপক্ষের নিদের্শনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্রেলেক্স বাংলাদেশ হেলথ কেয়ার এ্যাসোসিয়েশন শাখার সাধারন সম্পাদক মাহাফুজুর রহমান,সাংগঠনিক রায়াত আফরোজ,মনিরা খাতুন, ময়েন উদ্দিনসহ উপজেলার সকল কমিউনিটি ক্লিনিক কর্মরত সিএইচসিপি কর্মীবৃন্দ।
খবর২৪ঘণ্টা.কম/রখ