1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
চারঘাটে কৃষকদের শিক্ষা কেন্দ্র সিনজেনটা ফার্মার স্কুল উদ্বোধন - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২ অপরাহ্ন

চারঘাটে কৃষকদের শিক্ষা কেন্দ্র সিনজেনটা ফার্মার স্কুল উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

সিনজেনটা বাংলাদেশ লিমিটেড কৃষি তথা কৃষকদের টেকসই উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠানটি কৃষি ও কৃষকদের জীবনমান উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ গ্রহন করে চলেছে। এরই ধারাবাহিকতায় সিনজেনটা বাংলাদেশ লিমিটেড রাজশাহীর চারঘাট উপজেলা ৩নং সরদহ ইউনিয়ন পরিষদ আয়োজনে মঙ্গলবার সকালে সরদহ ইউপি চত্বরে ফার্মার স্কুল এর শুভ উদ্বোধন করেন ইউএনও সোহরাব হোসেন।

সিনজেনটা বাংলাদেশ লিমিটেড কর্মরত কৃষিবিদ তানজির আহমেদের সঞ্চালনায় ৩নং সরদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুজ্জামান মধুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সোহরাব হোসেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন সিনজেনটা বাংলাদেশ লিমিটেড ব্যবস্থপনা পরিচালক হেদায়েত উল্লাহ, বানিজ্য মন্ত্রণালয় (অবঃ প্রাপ্ত) ওবায়দুল আজম পান্না, পৌর মেয়র একরামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ ফার্মার স্কুল কৃষক প্রতিনিধি সুলেখা বেগম, শহিদুল ইসলাম, ইউপি সদস্যসহ সরকারী-বেসরকারী সংস্থার ব্যক্তিবর্গ,সাংবাদিক ও স্থানীয় কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন,ফার্মার স্কুলের মূল উদ্দেশ্য জ্ঞানের মাধ্যমে কৃষকের ক্ষমতায়ন ও কৃষকদের অধিক ফসল উৎপাদনে সক্ষম করা,সঠিক তথ্য, কৃষি কৌশল এর উপর বাস্তব ধারনা ও বিকল্প সমাধানের মাধ্যমে দেশের জন্য খাদ্য নিরাপত্তা সামগ্রিক উন্নয়নের চাবিকাঠি।

অনুষ্ঠান শেষে ফার্মার স্কুল পরিদর্শন ও এলাকার বিভিন্ন অসহায়, গরীব কৃষকদের বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST