রাজশাহীর চারঘাটে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ অক্টাবর) সকালে চারঘাট মডেল থানা পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশিং ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার।
উপপরিদর্শক শাহওয়ানেজ এর সঞ্চালনায় চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল ইসলাম, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক একরামুল হক, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সম্বয়ক কমিটির সভাপতি শ্রী ব্রজহরী, সাধারন সম্পাদক চারঘাট এমএ হাদ্বী কলেজের অধ্যক্ষ সাহাজ উদ্দিন,এসআই সামাদ,এএসআই মামনুর রশিদ (২) প্রমুখ।
সভায় মাদক নিয়ন্ত্রনে পুলিশের পাশাপাশি জন সম্পৃক্ততা অর্জন রুট লেভেলে জনসমাবেশ করার উপর জোর দান। এছাড়াও মাদক সেবনকারীসহ মাদক গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উপজেলার সীমান্তবর্তী এলাকা রাওথা ও ইউসুফপুর এলাকায় পুলিশিং টহল বাড়ানোর জন্য দাবি জানানে হয়।
পরে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রনব কুমার বলেন,রাজশাহী রেঞ্জের ৮টি জেলার প্রতিটি ইউনিয়নে বিট পুলিশ অফিসারগন পুলিশের সবাইকে জনগনের দারগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। মাদক সেবনকারী, মাদক পাচারকারী ও মাদক গডফাদারদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযাীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতার জন্য সর্বস্তরের জনতাকে এগিয়ে আসতে হবে।
বিএ/