রাজশাহীর চারঘাট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চোরাচালান প্রতিরোধ সমন্বয় ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা মাসিক সভার উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মেয়র একরামুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, চারঘাট মডেল থানার অফিসার ইনর্চাজ মাহবুবুল আলম, চারঘাট নৌ পুলিশ ফাড়ির ইনর্চাজ বেলাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস, চারঘাট এম এ হাদী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাহাজ উদ্দিন। এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সাইফুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম, ইউসুফপুর ইউপি চেয়ারম্যার আরিফুল ইসলাম মাখন, ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদসহ ইউপি চেয়ারম্যানগণ, বিজিবি ও সাংবাদিকসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
চারঘাট মডেল থানার অফিসার ইনর্চাজ মাহবুবুল আলম বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধীদেও বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। সকলে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন।
বিএ/