রাজশাহীর চারঘাটে ২০০ পিস ইয়াবা ও ৩৫ গ্রাম হেরোইনসহ দুই যুবককে আটক করেছে র্যাব-৫। আটক যুবকরা হলেন, বুলবুল হাসান (৩২) ও মোহাম্মদ সুমন (২৬)। আজ সোমবার বিকেল ৩টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চারঘাট উপজেলার মৌগাছি এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ও ৩৫ গ্রাম হেরোইনসহ বুলবুল ও সুমনকে আটক করে। আটককৃতের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর