নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে ১৯৮ বোতল ফেন্সিডিল ও দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, চারঘাট উপজেলার হলিদাগাছি নাওফারা গ্রামের মোজাম্মেলের ছেলে শরীফুল ইসলাম (২৫) ও মোক্তারপুর গ্রামের ভুট্টুর ছেলে হৃদয় ইসলাম (১৯)। র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন
সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক সকরে। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজোসে মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করিয়া রাজশাহী জেলার চারঘাট থানা এলাকার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।
এমকে