নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে ৪৪৫ পিস সহ মামুনুর রশিদ (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী চারঘাট উপজেলার গ্রামের আকবর আলীর ছেলে ।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহী জেলার চারঘাট থানাধীন জয়পুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এর সামনে অভিযান চালিয়ে
মাদক ব্যবসায়ী মামুনুর রশিদকে ৪৪৫ পিস ইয়াবাসহ আটক করে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমকে