নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাটে ৫৮০ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী রাজশাহীর চারঘাট উপজেলার বাদুড়িয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল তাকে আটক করে। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কিছু ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে রাজশাহী জেলার চারঘাট থানাধীন বাদুড়িয়া গ্রামস্থ
এলাকায় আবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র্যাবের একটি দল এএসপি আজমল হোসেনের নেতৃত্বে চারঘাট থানাধীন বাদুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ৫৮০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল বলে উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।