নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাটে ৪২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫। র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ীরা হলো, রাজশাহীর চারঘাট থানার কালুহাটি মন্ডলপাড়া গ্রামের আনছার আলী মন্ডলের ছেলে আনারুল ইসলাম (৩৬) ও একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইকতাউর রহমান (২২)।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গতকাল সোমবার দুপুর ২টার দিকে চারঘাট থানাধীন কালুহাটি মৌজাস্থ কালুহাটি গ্রামের আমবাগানের মধ্যে অভিযান চালিয়ে ৪২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি হাসুয়াসহ আনারুল ও ইকতাউরকে আটক করে। আসামীদ্বয়ের বিরুদ্ধে চারঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে