“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিবাদ্য বিষয়ক সামনে রেখে সারাদেশে ন্যায় চারঘাটে যথাযথ মযার্দায় আন্তজার্তিক নারী (৮ মার্চ ) দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি শেষ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নারী দিবস উপলক্ষ্যে ইউএনও সোহরাব হোসেন বলেছেন দেশের উন্নয়নে নারী-পুরুষ সমভাবে অবদান রাখতে হবে। নারীর নেতৃত্ব প্রতিষ্ঠার কারনে দেশের তরান্বিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে দেশ ও সমাজে নারীদের এগিয়ে আসতে হবে।
বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথ আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবাহর্ী কর্মকর্তা সোহরাব হোসেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভীন।
এসয়য় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, উপজেলা কুষি কর্মকর্তা লুৎফুন নাহার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু ফয়সাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম শামীম আহম্মদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান ও চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, মহিলা বিষয়ক দপ্তরের প্রশিক্ষণার্থী ও ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএ/