রাজশাহীর চারঘাটে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নিমার্ণ শীর্ষক প্রকল্প (বীর নিবাস প্রকল্প) উপজেলার ১২টি ঘর বীর নিবাস এর ভিডিও কনফারেন্স মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, শেখ হাসিনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
উপজেলা প্রশাসন জেলা রাজশাহী আয়োজনে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন,উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও প্রকল্প সদস্য সচিব এস,এম শামীম আহম্মেদ, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান , নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,চারঘাট ইউপি চেয়ারম্যান মতিউর রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও বীরমুক্তিযোদ্ধাবৃন্দ।
বিএ/