চারঘাট প্রতিনিধিঃ চারঘাটের সাংবাদিক শহিদুল ইসলাম (৩৭) আর নেই। গতকাল শনিবার সন্ধ্যা ৬ টায় ঢাকা সিএমএইচ-এ (সম্মিলিত সামরিক হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ……… রাজিউন)। তিনি লিভার জনিত রোগে আক্রান্ত হয়ে গত ১৯ জানুয়ারী থেকে সেখানে ভর্তি ছিলেন। মৃত্যুকালে সে তার স্ত্রী শান্তা (৩২), এক ছেলে মুক্তাদির(৪) , পিতা আঃ সালাম , মাতা মনোয়ারা বেগমসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার বাড়ী চারঘাট উপজেলার মুক্তারপুর কাশিয়াডাঙ্গাগ্রামে। ২০ ডিসেম্বর তার ৩ বছরের মেয়ে ফারহানার পানিতে ডুবে মৃত্যুই তার জীবনের পরিসমাপ্তি ঘটায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। মরহুম শহিদুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার চারঘাট উপজেলা শাখার সাংগাঠনিক সম্পাদক ও চারঘাট প্রেস ক্লাবের সদস্য ছিলেন এবং তিনি ২০০২ সাল থেকে বিভিন্ন জাতীয় ও অনলাইন পত্রিকার প্রতিনিধি হিসাবে কাজ করতেন। শিক্ষা জীবনে তিনি ১৯৯৯ সালে সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করা পর সেনাবাহিনীতে যোগ দেন। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ