নজরুল ইসলাম জুলু: অনেক উপলব্ধি থেকে মনে হচ্ছে সম্মান,শ্রদ্ধা বর্তমানে ব্যক্তিবিশেষের ব্যক্তিত্ব, ভালো কর্মকান্ড বা মানবিকতার জন্য প্রদর্শন করা হয় না! প্রতিনিয়ত আশেপাশে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখছি তাতে মনে হচ্ছে সম্মান, শ্রদ্ধা অর্জনের জন্য চরিত্রবান বা ভালো মানসিকতার হওয়ার প্রয়োজন হয় না বরং শ্রদ্ধা, সম্মান আজকাল অর্থ ও ক্ষমতার উপর নির্ভর করে !
যার পদবী যত বড় , ক্ষমতা যত বেশি তার সম্মানও তত বেশি। ক্ষমতাধর ব্যক্তি তার ব্যক্তিগত জীবনে যেমনই হন না কেন তার গুনগান গাওয়া লোকের অভাব নেই। এখন চারিদিকে চলছে চাটুকারিতা।
কিছু কিছু ব্যক্তি ব্যক্তিগতভাবে ক্ষমতাবান ব্যক্তিদের না চিনলেও শুধুমাত্র তার ক্ষমতার জন্য বা তার সুনজরে আসার জন্য নানান মাধ্যম ব্যবহার করে তাদেরকে প্রশংসার জোয়ারে ভাসিয়ে দেন। এমন প্রশংসা করার পূর্বে একবার ভেবে দেখেন না আসলেই কি সে ব্যক্তি এ সমস্ত প্রশংসার যোগ্য?
শুধুমাত্র ক্ষমতাধর ব্যক্তিদের “গুড বুক” এ আসার জন্য নানান রকম উপাধি/ উপমা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ভাসিয়ে দেন।এমন সম্মান, শ্রদ্ধা, প্রশংসার কি কোন দাম আছে ? আবার ,এমন প্রশংসকদেরও কি কোন মূল্য আছে?
লেখক: নজরুল ইসলাম জুলু
খবর ২৪ ঘণ্টা.কম
ই-মেইল:[email protected]