1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
চাটমোহরে সাংবাদিকদের সাথে দুদক কর্মকর্তাদের মতবিনিময় - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৩ জানয়ারী ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন

চাটমোহরে সাংবাদিকদের সাথে দুদক কর্মকর্তাদের মতবিনিময়

  • প্রকাশের সময় : বুধবার, ১১ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

পাবনা প্রতিনিধি: আগামী ১৬ এপ্রিল পাবনার চাটমোহরে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র গণশুনানী অনুষ্ঠানকে সামনে রেখে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন দুদক কর্মকর্তারা। বুধবার বিকেলে চাটমোহর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দুদক পাবনার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় দুদক কর্মকর্তারা জানান, সারাদেশে ৩৩টি উপজেলায় এখন পর্যন্ত দুদকের আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে সাধারণ মানুষের প্রচুর সাড়াও মিলেছে। গণশুনানীতে সেবা বঞ্ছিত ও হয়রানীর শিকার মানুষ বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগ দিবেন। তাৎক্ষনিকভাবে উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অভিযোগের জবাব দিবেন। গণশুনানীর লক্ষ্য কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নয়, ত্রুটি বিচ্যুতি শুধরে দেয়া, অভিযোগগুলো স্বচ্ছতার সাথে নিষ্পত্তি করা। এসব অনুষ্ঠানকে সফল করতে সংবাদকর্মীদের মতামত ও সহযোগিতা গুরুত্বপুর্ন। কারণ সাধারণ মানুষের অনেক অভিযোগ তারা সরাসরি না বললেও সাংবাদিকদের মাধ্যমে তুলে ধরতে পারেন। অনুষ্ঠানে দুদক কর্মকর্তারা তাদের সীমাবদ্ধতার কথা তুলে ধরে জানান, মাত্র তিনজন কর্মকর্তা দিয়ে পাবনা ও সিরাজগঞ্জ জেলার ১৯টি উপজেলার বিভিন্ন দুর্নীতি তদন্ত করতে হয়। ফলে নিবিড়ভাবে কাজ করা অনেক সময়ই সম্ভব হয় না। সভায় সাধারণ মানুষকে গণশুনানী অনুষ্ঠানে অংশ নিতে আহবান জানানো হয়।

চাটমোহর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপ-পরিচালক আবু বকর সিদ্দিক, সহকারি পরিচালক গোলাম মওলা, উপ-সহকারি পরিচালক সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন, সাংবাদিক পবিত্র তালুকদার, আব্দুল লতিফ রঞ্জু, এম এ জিন্নাহ প্রমুখ। মতবিনিময় সভায় চাটমোহরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: চাটমোহর উপজেলা ভূমি অফিস, সাব রেজিষ্ট্রি অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস, হিসাব রক্ষণ অফিস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস, রেলওয়ে অফিস, যুব উন্নয়ন অফিস, সমবায় অফিস, সমাজসেবা অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলার অন্যান্য সরকারি অফিস-এর সেবা পেতে কোন ধরনের হয়রানী বা দুর্নীতির শিকার হলে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক আয়োজিত গণশুনানীতে উপস্থিত হয়ে সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরার আহবান জানানো হয়েছে। আর গণশুনানীতে অংশগ্রহণের জন্য ১৫ এপ্রিলের মধ্যে চাটমোহর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম মিজানুর রহমান (০১৭১১-০১৩৬৫২) ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (০১৭১২-৯৭৬৫৩৩) এর সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST