পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে জমিতে ধানকাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় নারীসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।গুরুতর আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, বনগ্রাম এলাকার সোমা সুফির সাথে দীর্ঘদির ধরে তার ভাতিজা রঞ্জু প্রামানিকের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এই বিষয় নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালীস বৈঠকও হয়।সোমবার দুপুরে বিরোধপূর্ণ ওই জমি থেকে রঞ্জু ধান কাটতে গেলে চাচা সোমা সুফি বাধা দেয়। পরে দু’জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।এতে নারীসহ উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রোজিনা খাতুনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে পাবনা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
হাসপাতালে ভর্তি আহতরা হলেন- বনগ্রামের মকবুল হোসেন (৫০), সাদ্দাম হোসেন (২১), মো. শাহিন আলম (২৭), রোজিনা খাতুন (৩২), মনিরুল ইসলাম (২০), শমসের আলী (৬০), মোছা. মমতা খাতুন (৪০), জয়নাল প্রামানিক (২৭), রোজিনা বেগম (৩০) এবং শুকুর আলী (৩৫)। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোন পক্ষই থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ