পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে ইটভর্তি হিউম্যান হলারের (ট্রলি) চাকায় পিষ্ট হয়ে তৈয়ব হোসেন (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছাইকোলা গোরস্থান এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত তৈয়ব উপজেলার ছাইকোলা চৌরাস্তা এলাকার মৃত ইজাম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে তৈয়ব হোসেন অটোভ্যান নিয়ে ছাইকোলা খাঁড়াপাড়া গোরস্থানের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দু’টি ইটভর্তি হিউম্যান হলার (ট্রলি) দ্রতগতিতে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রথম ট্রলিটি ধাক্কা দিলে তিনি (তৈয়ব) মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় দ্বিতীয় ট্রলির চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তৈয়ব হোসেন। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাইকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।খবর ২৪ঘণ্টা/ নই