1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
চাটমোহরে ক্ষুদে শিক্ষার্থীদের নাট্য সংগঠন ‘স্টুডেন্টস থিয়েটার আর্ট’র যাত্রা শুরু - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ন

চাটমোহরে ক্ষুদে শিক্ষার্থীদের নাট্য সংগঠন ‘স্টুডেন্টস থিয়েটার আর্ট’র যাত্রা শুরু

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০১৯

পাবনা প্রতিনিধি: পথনাটক ও মুক্ত নাটকের হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে পাবনার চাটমোহরে যাত্রা শুরু করলো শিশু শিক্ষার্থীদের নাট্য সংগঠন ‘স্টুডেন্টস থিয়েটার আর্ট’।

রোববার (২৩ জুন) দুপুরে বোঁথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপি পারভীনের উপস্থাপনায় মুক্তনাটকের উদ্ধোধন করেন উপজেলা শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম।

এতে বক্তব্য দেন, স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. আমির হোসেন, লেখক জেমান আসাদ, সাংবাদিক শাহীন রহমান, পবিত্র তালুকদার প্রমুখ। এ সময় শত শত শিক্ষার্থী নাটক উপভোগ করে।

ক্ষুদে শিক্ষার্থীদের নির্দেশনা ও অভিনয়ে প্রথমবারের মতো মঞ্চস্থ করা হয় সড়ক দূর্ঘটনার ওপর একটি জনেসচনেতনামুলক মুক্ত নাটক। আর এর মধ্যে দিয়ে আত্মপ্রকাশ ঘটলো শিশু-কিশোর অভিনয় শিল্পীদের নিয়ে গড়ে ওঠা ‘স্টুডেন্টস থিয়েটার আর্ট’ নামের সংগঠনটির।

নাটকটির নির্দেশনা ও পরিচালনা করেন সদ্য এসএসসি পাশ করা কিশোর মাহাদী ইয়ানুর মিথেল। পরে পৌর শহরের বেশ কয়েকটি স্কুলে সমসাময়িক নানা ঘটনার অসংগতি তুলে ধরে মঞ্চ নাটক পরিবেশন করে ‘স্টুডেন্টস থিয়েটার আর্ট’র শিল্পীরা। এসব নাটকে অভিনয় করেন, মেহেদী হাসান মিলন, জান্নাতুল ফেরদৌস পিংকি, জামিয়া ইসলাম শান্তা, আহসান কবির নেহাল, মুশফিক খান তাসিম, রিসাতুল ইসলাম, স¤্রাট সরকার, শিশু শিল্পী তানহা রাহা লগ্ন।

সমাজ সচেতনতা ও নানা অসংগতি নিয়ে পথ ও মুক্ত নাটক প্রদর্শনীর পাশাপাশি সংগঠনটি জনকল্যাণমুখী বিভিন্ন কাজ করবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST