পাবনা ব্যুরো: করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পাবনার চাটমোহরে লিফলেট বিতরণ করেছে হিলফুল ফুজুল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার সকাল দশটায় চাটমোহর উপজেলার মথুরাপুর বাজারে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পাশপাশি বাজারের পাশে বিভিন্ন বাড়িতে গিয়ে নারীদের মাঝেও লিফলেট বিতরণ করা হয়। এ সময় করোনাভাইরাস সম্পর্কে সচেতন থাকার বিভিন্ন বিষয় সবার মাঝে তুলে ধরেন করেন সংগঠনের কর্মীরা।
‘আসুন করোনাভাইরাস প্রতিরোধে সচেতন হই’ শিরোনামের লিফলেটে করোনাভাইরাস কিভাবে ছড়ায়, লক্ষণ কি, প্রতিরোধে কি করতে হবে, কখন হাত ধুতে হবে এসব বিষয়ে সবাইকে পরামর্শ দেয়া হয়েছে।
লিফলেট বিতরণে হিলফুল ফুজুল’র আহবায়ক শাহরিয়ার শিরন, সদস্য জাবের আল শিহাব, জুবায়ের আল মাহমুদ, হুমায়ুন রশিদ সোহাগ, সুজন, নাঈম, স্বপন, আলো, হৃদয়, শাফি, সেলিম, রব্বেল, রানা ও শাকিল উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/নই