গোমস্তাপুর সংবাদদাতা :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র বাছাইয়ের পর এখন প্রার্থী থাকল ৬ জন। এরা হলেন, আওয়ামলীগের প্রার্থী সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, বিএনপি প্রার্থী আলহাজ্জ্ব আমিনুল ইসলাম, জাসদের হিলাল-ই-আজম, জাতীয় ঐক্যফন্টের (কৃষক শ্রমিক জনতালীগ) এ্যাড. নুরুল ইসলাম সেন্টু ও তার ছেলে ফেরদৌস ইসলাম ও ইসলামী আন্দোলনের ইব্রাহিম খলিল। এদিকে মনোনয়নপত্র বাছাইয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস ও খুরশিদ আলম বাচ্চুর মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় আওয়ামলীগ প্রার্থী সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমানের কোন দলীয় প্রতিদ্বন্দ্বী
থাকল না। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা জামায়াত নেতা ইয়াহহিয়া খালেদ ও ড্যাব নেতা ডাঃ তৈয়ব আলীর মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় বিএনপি প্রার্থী আলহাজ্জ্ব আমিনুল ইসলাম কিছুটা স্বস্তি পেলেও জাতীয় ঐক্যফন্টের শরিক কৃষক শ্রমিক জনতালীগের ২ জন প্রার্থী এখনও বহাল থাকায় তার জন্য মাথা ব্যাথার কারন হয়ে দেখা দিতে পারে। কেননা বিএনপির একটি বৃহত্তর অংশ তার দলীয় মনোনয়ন বাতিল করে জাতীয় ঐক্যফন্টের শরিক দলের যে কাউকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে আসছে।
খবর২৪ ঘণ্টা/এমকে