1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি ফটিক মারা গেছেন - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৮ মে ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি ফটিক মারা গেছেন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর-টেক সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি মোহাম্মদ ফটিক মারা গেছেন। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ফটিক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা এলাকার আব্দুল লতিফের ছেলে।
ফটিকে ভাই শহিদুল ইসলাম ফিটু জানান, ফটিকসহ আরো কয়েকজন ভারতে গরু আনতে যায় কয়েকদিন আগে। বুধবার (৮ নভেম্বর) রাতে তারা গরু নিয়ে ফেরার সময় ভারতের পিরোজপুর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা কুতুবপুর বাওড়া ঘাট এলাকায় গুলি করলে গুলিবিদ্ধ হন ফটিক।

গুলিবিদ্ধ অবস্থায় ফটিক তার সহযোগিদের সহযোগিতায় বাংলাদেশে আসেন এবং গোপনে চিকিৎসা নেন। তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মোঃ এখলাসুর রহমান ফটিকের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, স্থানীয়ভাবে তারা জেনেছেন বিএসএফের গুলিতে মারা গেছেন ফটিক। এ নিয়ে বিজিবি-বিএসএফের ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। ব্যাটালিয়ন পর্যায়ে প্রতিবাদপত্রও পাঠানো হয়েছে।

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team