চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: এক হাজার কেজি আম নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে গেছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। শুক্রবার বিকেল ৪টায় নির্ধারিত সময়েই স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি।
করোনা পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলের আম পরিবহনের জন্য বিশেষ এই ট্রেনটি চালুর ঘোষণা দেয় রেলকর্তৃপক্ষ। দ্রুত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করে যাত্রা শুরু করে ট্রেনটি।
চাঁপাইনবাবগঞ্জ স্টেশনের ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসি, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, ডিসি এ জেড এম নূরুল হকসহ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।
চাঁপাইনবাবগঞ্জ স্টেশন মাস্টার মনিরুজ্জামান মনির জানান, উদ্বোধনী দিনে এক হাজার কেজি আম বুকিং করা হয়েছে। আম ব্যবসায়ীদের কথা বিবেচনা করে বিশেষ এই ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে একেবারেই সর্বনিম্ন। এই ট্রেনে চাঁপাইনাবগঞ্জ থেকে এক কেজি আম পরিবহনের জন্য গুনতে হবে মাত্র ১ টাকা ৩১ পয়সা। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি রাজশাহী পৌঁছাবে ৫টা ২০ মিনিটে। সেখান থেকে পণ্য তুলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে কমলাপুর স্টেশনে পৌঁছাবে রাত ১ টায়। খবর২৪ঘন্টা / এবি