সোমবার রাত দুইটার দিকে তার নিজ বাড়ির পাশ থেকেই হৃদয়ের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হৃদয় হরিপুর মিয়াপাড়া এলাকার আব্দুল রহিমের ছেলে।
তার গালে ও গলার নিচে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, রোববার রাত প্রায় ১১টার দিকে হৃদয়ের বাবা থানায় তার ছেলে নিখোঁজ রয়েছে এ মর্মে জিডি করেন। তাৎক্ষণিকভাবে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়। পরে স্থানীয় ওর্য়াড কাউন্সিলর ফোন করে হৃদয়ের বিষয়ে খবর দেয়। পরে রাত দুইটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পরই জানা যাবে কিভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
ওসি আরো জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হৃদয়ের সৎ মা রোজিনা আক্তারকে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় হৃদয়ের বাবা সোমবার অজ্ঞাতনামাদের আসামি করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/জন