নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা দিয়ারধাইনগর এলাকায় অভিযান চালিয়ে ৫৪ হাজার পিস ভারতীয় পাতার বিড়িসহ জুয়েল আলী (৩২) নামের একব্যক্তিকে আটক করেছে র্যাব-৫। আজ মঙ্গলবার সকালে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে
আটক করে। আটক জুয়েল আলী শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পাঁচচৌকা পূর্বপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্পের একটি দল সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়ারধাইনগর গ্রামের নাককাটিতলা এলাকায় অভিযান চালিয়ে ৫৪ হাজার পিস ভারতীয় পাতার বিড়িসহ জুয়েলকে আটক করে।
এস/আর