নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জে ৫০০ গ্রাম হেরোইনসহ মহবুল ওরফে কালু (৪৫) নামের এক হেরোইন ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। গত মঙ্গলবার র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল তাকে আটক করে। আটক ব্যবসায়ী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ উপজেলার আলফাজের ছেলে।
র্যাব জানায়, র্যাব জানতে পারে যে, সদর উপজেলার হায়াতের মোড় সংলগ্ন রাস্তার পাশের আমবাগানে হেরোইন কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র্যাব অভিযান চালিয়ে হেরোইন ব্যবসায়ী কালু ৫০০ গ্রাম হেরোইন সহ আটক করে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আরো জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে