চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনিস্টিটিউটের আয়োজনে প্রশিক্ষণে ৩০ জন কৃষক-কৃষাণি অংশ নিচ্ছে।
মঙ্গলবার (১১’ফেব্রয়ারী) সকালে শুরু হওয়া প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সীমা কর্মকার, সদর উপজেলা মেডিক্যাল অফিসার আসলাম হোসেন ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. আনোয়ারুল আজিম।
প্রশিক্ষণে পুষ্টি উপাদান, মানবদেহে পুষ্টি চাহিদা ও তা পূরণে বিস্তারিত আলোচনা করা হয়।