চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আম বাগানে অভিযান চালিয়ে ৩ টি বিদেশী পিস্তল, ১টি বিদেশী রিভলভার, ৩টি ম্যাগজিনসহ ১ জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত শীর্ষ অস্ত্র ব্যবসায়ী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর খামারপাড়ার মৃত তরুবালী ও মৃত বিপতি মিস্ত্রির ছেলে মো. মিঠন আলী ওরফে ইয়াছিন (৩০)।
র্যাব জানায়, রোববার রাত ৯ টার দিকে র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলীমপুর গ্রামের টোল ঘর থেকে পশ্চিম দিকের কাঁচা রাস্তার পাশে হাজি সাদ মনিরের আমবাগানের ভেতর অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া অভিযানে ৩ টি বিদেশী পিস্তল, ১টি বিদেশী রিভলভার, ৩টি ম্যাগজিনসহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ইয়াছিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এমকে