নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন রামচন্দ্রপুরহাট এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ২২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। র্যাবের হাতে আটককৃতরা হলো, সদর উপজেলার পুরানটোলা এলাকার জাকারিয়ার ছেলে সজিব আলী (১৯) ও একই থানার কোকাপাড়া এলাকার তোজাম্মেলের ছেলে মিজানুর রহমান (৩৫)। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন রামচন্দ্রপুরহাট
গ্রামস্থ রামচন্দ্রপুরহাট হতে বহরমপুর গ্রামের পূর্ব পাশে কিছু মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র্যাব ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১০২২৫ পিস (আনুমানিক মূল্য-৪০,৯০,০০০/-টাকা)সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আরো জানানো হয়।
আর/এস