চাঁপাই ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে একটি সরকারি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে কোচিং সেন্টারের প্রচারণা চালানো নিয়ে অভিভাবক ও শিক্ষক মহলে অসন্তোষ দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে।
জানা গেছে, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষের দিকে রাজশাহীর ডে-লাইট কোচিং সেন্টার ও আইসিটি কোচিং সেন্টারের প্রচারণা চালানো হয়। এসময় শিক্ষার্থীদের হাতে তাদের প্রতিষ্ঠানের লিফলেটও প্রদান করা হয়। এব্যাপারে ভারপ্রাপ্ত শিক্ষক মো. মাইনুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অনুষ্ঠান শেষের দিকে নামাজ পড়তে গিয়েছিলেন। সেসময় কি হয়েছে তা তিনি জানেন না।
তবে কোচিং সেন্টারের প্রচারণার জন্য তাঁর কাছে কেউ আসেনি কিংবা কোন অনুমোদন নেয়নি। অভিযোগ রয়েছে, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মো. মাইনুল হকের সাথে কতিপয় কোচিং সেন্টারের সাথে জড়িত শিক্ষকদের সখ্যতা রয়েছে। এনিয়ে শিক্ষকদের মধ্যেও চরম গ্রুপিং রয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ