নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে মাদক ব্যবসা ও সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শহরের নতুন স্টেডিয়ামসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকের পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলমের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে তিনি তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
কারাদণ্ড প্রাপ্তরা হলো, সদর উপজেলার রাজু, গোলাপ, আশরাফুল, কালাম, দুলাল, ফুয়াদ, ফরহাদ, জসিম, গোলাম, সানোয়ার, শুকুর, তহিদ, কাদের, নাসের, রহমান, কবির, রনজিত, আলিম, আব্দুল, জীবন, জুয়েল, রবিউল, কালু, কামাল ও ফিরোজ।
র্যাব জানায়, মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবনের অপরাধে র্যাব-৫ এর
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমা-ার মোহাম্মদ সাইদ আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও সেবীসহ ২৫ জনকে আটক করে। এরপর তাদের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
খবর২৪ঘণ্টা/এমকে